1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে সোনালী আঁশের জয়যাত্রা: কৃষকের মুখে হাসি, পরিবেশ বাঁচাতে পলিথিন বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জ সদরে একদিনের মধ্যে উঠে গেল রাস্তার পিচ,  রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জলাতঙ্ক টিকার সঙ্কট; বিপাকে রোগীরা নওগাঁর আত্রাইয়ে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে কলেজের পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু রূপসায় সরকারি রাস্তার কাজ নিয়ে সংঘর্ষে শিক্ষার্থী সহ ৭জন গুরুতর জখম ‎ ‎ ‎ পুলিশ সুপার ফারজানা ইসলামের প্রেরণামূলক বক্তব্যে মুখর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গোদাগাড়ীতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস ঠাকুরগাঁওয়ের সদর ভূল্লীতে ২ দিনব্যাপি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

বর্ষাকে সামনে রেখে রাজশাহী মহানগরীর সকল ড্রেন পরিস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা 

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………..
আগামী বর্ষাকে সামনে রেখে ভবিষ্যৎ জলাবদ্ধতা নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ড ও কেন্দ্রীয় পর্যায়ে সকল ড্রেন পরিস্কারকরণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাননীয় মেয়র মহোদয় ড্রেন পরিস্কারকরণ কার্যক্রমের পদ্ধতি ও অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় রাসিকের পরিচ্ছন্ন বিভাগ থেকে জানানো হয়, ৩০টি ওয়ার্ড ও কেন্দ্রীয় পর্যায়ে সকল ড্রেন পরিস্কারের কার্যক্রম গত মার্চ মাস থেকে শুরু হয়ে চলমান রয়েছে। আগামী মে মাসের মধ্যে নগরীর সকল ড্রেন পরিস্কারের পরিকল্পনা রয়েছে। প্রশস্ত ড্রেনগুলো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ড্রেন থেকে ময়লা-আবর্জনা ও কাদামাটি সরাসরি উত্তোলন করে অপসারণ করা হয়। তবে সরু ড্রেনগুলো পরিস্কারের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও আর্থিক সীমাবদ্ধতা থাকায় সনাতন পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে ছোট ও সরু ড্রেনগুলো থেকে পানিযুক্ত ময়লা ও কাঁদা উত্তোলন করে ড্রেনের পাশেই রেখে পানি ঝরিয়ে তারপর তা অপসারণ করা হচ্ছে। এ সময় রাসিক মেয়র দ্রুততম সময়ের মধ্যে ড্রেন পরিস্কার কার্যক্রম শেষ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সরু ড্রেনগুলো পুরনো পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে পরিস্কার করা হচ্ছে। এক্ষেত্রে কোন কোন এলাকায় নাগরিকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, সে বিষয়ে আমরা অবহিত রয়েছি। নাগরিক ভোগান্তি নূন্যতম পর্যায়ে নিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে উক্ত কার্যক্রম সমাপ্ত করতে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছি।  সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনস্বার্থে বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং নগরবাসীর সহযোগিতা কামনা করছি। কোথাও বেশিদিন ময়লা পড়ে থাকলে তা রাসিক হটলাইন-১৬১০৫ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সেবুন নেসা, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট