# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি…………………………………
সাতক্ষীরার শ্যামনগর কারিতাস খুলনা অঞ্চলের অধীনে মুন্সিগঞ্জ ইউনিয়নের কারিতাস কচুখালী রিসোর্স সেন্টার হলরুমে ২৪ এপ্রিল বুধবার সকাল ১০.টায় শ্যামনগরে কারিতাস খুলনা অঞ্চলের CIMMS প্রকল্পের উদ্যোগে স্কুল থেকে ঝরে পড়া যুবদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (CIMMS) প্রকল্পের অধীনে স্কুল থেকে ঝরে পড়া যুবদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মি. এন্ড্রিকো মন্ডল প্রজেক্ট অফিসার সিআইএমএস প্রকল্প এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আজিজুল হক উপজেলা ইয়থ ডেভেলপমেন্ট অফিসার, শ্যামনগর। এছাড়াও উপজেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যাগণ ও উপজেলার কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধি, প্রকল্পের ১৫ জন ঝরে পড়া যুবকসহ মোট ৩০জন অংশগ্রহনকারী স্কুল থেকে ঝরে পড়া যুবদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন,মি, সুজন সেন (UDF- বুড়িগোয়ালিনী) এর সঞ্চলনায় প্রকল্পের পক্ষে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপন্থাপন করেন প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল।
উক্ত কর্মশালায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে স্কুল থেকে ঝরে পড়া যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করেন মি. এন্ড্রিকো মন্ডল ,প্রজেক্ট অফিসার -সিআইএম এমএস প্রকল্প। ঝরে পড়া যুবদের কিভাবে দক্ষতা উন্নয়ন করা যায় এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে সম্পর্কে আলোচনা করেন এস এম আজিজুল হক উপজেলা ইয়থ ডেভেলপমেন্ট অফিসার শ্যামনগর সাতক্ষীরা। সরকারি অন্যান্য দপ্তরের সাথে কিভাবে যুবদের সম্পৃক্ততা এবং দক্ষতা উন্নয়নও কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তারক দেবনাথ উপজেলা সোশ্যাল ওয়ার্কার। আলহাজ্ব নজরুল ইসলাম(চেয়ারম্যান ৯ নম্বর বুড়ি গোয়ালিনী ইউপি),মাসুম বিল্লাহ (উপসহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ জিল্লুর রহমান (পরিবার পরিকল্পনা পরিদর্শক।
অনুষ্ঠানে প্রকল্পের পক্ষ থেকে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম (UDF-রমজাননগর) মি, এলিয়াস তরফদার (UDF-মুন্সিগঞ্জ) সাংবাদিক আলফাত হোসেন প্রমূখ।#