# আবুল কালাম আজাদ……………………………………………………………
রেকর্ডপত্র সংগ্রহ পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্য থেকে কয়েকগুন বেশি দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রেল ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বেশকিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেইন। এসময় দুদক কর্মকর্তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন দুদকের কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেইন অভিযান শেষে জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরের বিভিন্ন কেনা-কাটার বিষয়ে অভিযানটি পরিচালিত হয়। এখান থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পরবর্তিতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশনে অবহিত করবো। এছাড়াও রেল স্টেশনে ট্রেনের টিকিট বিক্রয় বিষয়ে স্টেশন ঘুরে দেখেন এবং স্টেশন ম্যানেজারের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অভিযানের বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, দুদুকের কর্মকর্তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন সময়ের কেনাকাটার রেকর্ডপত্র আমাদের থেকে সংগ্রহ করেন। আমরা কিছু রেকর্ডপত্র দিয়েছি আরও কিছু রেকর্ডপত্র আমরা আগামী রবিবারে মধ্যে দিয়ে দিবো। অভিযানের সময় রাজশাহীর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সহকারী পরিদর্শক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।#