# ফয়সাল ভূইয়া, পুবাইল প্রতিনিধি…………………………………………..
গাজীপুর মহানগরের পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর কুদাব ও মেঘডুবী এলাকায় আজ পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজেস্টেট মাহদুদা আক্তার এর আদালত।
এ সময় কুদাব এলাকার রিসাইকেল প্রো লিমিটেড কে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেওয়া হয়েছে , আপর দিকে চুনা পাথর উড়িয়ে পরিবেশ ও জনসস্থ্যের ক্ষতি করায় মেঘডুবী খানপাড়া এলাকার ব্রাদার্স এন্টারপ্রাইজ চুনা কারখানা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা ও সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোস্তফা কামাল অঞ্চল ২ ও গোলাম রসুল, লাইসেন্স কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ৬।
এ বিষয়ে ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, আমার ওয়ার্ডে বিধি বহির্ভূত কোন ব্যাবসা পরিচালনা করে জনগণের ক্ষতি করা যাবে না, আমি এ বিষয়ে সচেতন আছি ও খোজ খবর রাখছি।#