খুলনা প্রতিনিধি…………………………………..
১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ ৩০ লক্ষ শহিদ ও ২লক্ষ মা বোনদের সম্ভ্রম হারানোর বিনিময়ে অর্জিত হয়েছে ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সৃষ্টি হয় লাল সবুজের রক্তিম পতাকা। মহান মাতৃভাষা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে রফিক” শফিক” সালাম” বরকত” জব্বার সহ যারা শহীদ হয়েছেন সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
শিক্ষা ও সাংস্কৃতিক জীবনের সুন্দর পথ প্রদর্শন করে এই প্রতিপাদ্য নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক পথে সফলভাবে এগিয়ে চলছে” বাংলাদেশ বেতার, খুলনা কতৃক নিবন্ধিত শেখ ছখিনা খয়বার শিল্পীগোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. রূপসা খুলনা।
২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ ছখিনা খয়বার শিল্পীগোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. রূপসা খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল্লাহ্ আল আজাদ, মোসাঃ জান্নাতুল ফেরদৌস মীম, এস এম আসাদুজ্জামান” ওমর ফারুক” এইচ এম হাবিবুর রহমান” আব্দুল্লাহ বীন আবজাল” রেজাউল করিম” আকলিমা বেগম” আফসানা আক্তার মিম” আছিয়া আক্তার” মোঃ আনোয়ার মোল্লা” মোঃ সাগর মোল্লা” মোসাঃ মুন্নি আক্তার” মোঃ আঃ রহিম” রহিমা বেগম” রুহুল আমিন” রহিমা বেগম” গোলাম রাব্বানী” করিমুন্নেসা” রাকিব হোসেন” রুকসানা” ইব্রাহীম খাঁ এর পক্ষ থেকে মহান সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।#