কয়রা, খুলনা প্রতিনিধি…………………………………………………….
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্যা রুরাল পুয়র – ডরপ্ এর আয়োজনে স্থানীয় বালিয়াডাংগা পশ্চিম পাড়া সার্বজনীন কালী মন্দির মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় ইউ পি সদস্য মোঃ হাসানুর রহমানের সভাপতিত্বে ও ডরপ্ ইভলভ্ প্রজেক্ট এর উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদ এর পরিচালনায় ৩নং ওয়ার্ডের বিভিন্ন পেশার নারী-পুরুষ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি বর্গ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কালিপদ সরকার।
বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সুমাইয়া আক্তার, বিশিষ্ট সমাজ সেবক কণেক চন্দ্র সরকার, খোকন মন্ডল, সুশীল সমাজের সিএসও মৌলদা, ইব্রাহিম খলিল, সিবিও সদস্য জামিলা বেগম, ও গ্রাম পুলিশ মোঃ আবু সাইদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমাদের সবচেয়ে বেশি দাবি হলো আমাদের সুপেয় পানির। আমাদের দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সুপেয় পানির ব্যাবস্থা করতে পারলে এলাকার শিশুসহ, পরিবারের সবাই পানি-বাহিত রোগ ডায়রিয়া আমাশয় ইত্যাদি রোগ থেকে মুক্তি পাবে।
সিবিও সদস্য টুম্পা রাণী বলেন, দরিদ্র বেকার মহিলাদের আয়- বৃদ্ধিমুলক প্রশিক্ষণ যেমন বাঁশ, বেত ও ব্লক বাটিক সহ সেলাই। সুশীল সমাজের ইব্রাহিম খলিল বলেন রাস্তা ঘাট, মসজিদ ও মন্দিরের উন্নয়ন ও জলাবদ্ধতা সংস্কার প্রয়োজন।
ওয়ার্ড সভায় সভাপতি ও ইউ পি সদস্য মোঃ হাসানুর রহমান বিগত আড়াই বছরের ইউপি কর্তৃক এ ওয়ার্ডের সকল উন্নয়ন চিত্র উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। এবং তিনি আরও বলেন আমি নির্বাচিত হওয়ার পর এলাকায় নিজের ব্যাক্তিগত অর্থ দিয়ে ও উন্নয়ন মূলক কাজ করেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের সমস্যার গুলো আমি নোট করে নিয়েছি ইউনিয়ন পরিষদের মিটিং এ উপস্থাপন করবো।
এসময় তিনি ডরপ এনজিওকে তার এলাকায় উন্নয়ন মূলক কাজ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং উন্নয়ন মূলক কাজ করার জন্য অনুরোধ করেন।#