1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
নানা সীমাবদ্ধতা পেরিয়ে এসএসসিতে চরের ৫ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন রাজশাহীর চরাঞ্চলের প্রত্যন্ত স্কুলের ব্যতিক্রমী সাফল্য রূপসায় অরবিন্দ মন্ডল বুলুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ডোবা নবারুন সংঘ আত্রাইয়ের বান্দাইখাড়া – ফতেপুর রাস্তায় চকবাজারে রাস্তার পাশে বৃক্ষরোপণ রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে ফলো আপঃ বাঘায় নিয়োগ জালিয়াতি মামলায় সভাপতি-অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজন রিমান্ডে তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান রাজশাহী বোর্ডের অধীনে- ১২৬৫ নম্বর পেয়েছেন বাঘা উপজেলার ঋতু বাঘায় এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শিক্ষককে মারপিট করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ ১৯ জুলাই  সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী

আওয়ামী লীগ সংগঠনই আমাদের স্থায়ী পরিচয়- প্রতীমন্ত্রী পলক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………..

মন্ত্রী-এমপি চেয়ারম্যান-মেম্বার এই পদগুলো ক্ষনস্থায়ী আমাদের প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের স্থায়ী পরিচয় বলেছেন ডাক টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি তিনি বলেন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন মিলে আমরা আওয়ামী লীগ একটা পরিবার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের যোগ্য প্রার্থী বাছাই করে প্রার্থী নির্বাচন করার জন্য উপজেলা আওয়ামী লীগের ওপর দায়ভার দিলেন পলক রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) দুপুরে নাটোরের সিংড়ায় সরকারী খাদ্য গুদাম চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি নেতা কর্মীদের উপর যোগ্য প্রার্থী নির্বাচনের এই দাযভার দেন।

প্রতিমন্ত্রী পলক বলেন আমরা যেন সংগঠনকে ভুলে না যাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল্যায়ন করি। যেকোন উন্নয়ন কাজ বা সরকারি সুবিধাভোগীদের তালিকা তৈরিতে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের সম্মান রক্ষা করতে হবে; পাশাপাশি আমাদের নেতাকর্মীদেরও সচেতন হতে হবে। নির্বাচনের আগে প্রার্থীরা কর্মীদেরকে মাথায় তুলে রাখবে কিন্তু নির্বাচনের পর কর্মীদের দেখলেও চিনবেনা, এমন কোন ব্যক্তি যেন আগামীতে জনপ্রতিনিধি হতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। তাই আপনাদের জনপ্রতিনিধি আপনারাই নির্বাচন করবেন; যাকে আপনারা সবসময় পাশে পাবেন এবং যে আপনাদের জন্য কাজ করবে এমন একজনকেই আপনারা বাছাই করে প্রার্থী করুন।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় কোন প্রার্থী বা প্রতীক থাকবে না। স্থানীয় নির্বাচনে প্রার্থী হবে জনগণের, যারা সবসময় জনগণের মাঝে ও জনগণের পাশে থাকে, জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে, বিপদ-আপদ ও প্রয়োজনে সবসময় বন্ধু হয়ে জনগণের পাশে থাকবে এবং সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে দাঁড়াবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় বর্ধিত সভায় ১২ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট