1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:

রাজশাহীর বাগমারায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নির্বাচনী জনসভায় মানুষের ঢল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান/মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে………………………………

রাজশাহীর-৪, বাগমারা-৫৫,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর, বুধবার বিকাল তিন ঘটিকায় ভবানীগঞ্জ পৌরসভার সরকারি হাই স্কুল মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন।

জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনসাধারণ এবং নেতৃবৃন্দের আগমনে জনসভা শুরুর আগেই ভবানীগঞ্জ সরকারি হাই স্কুল মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আগামী সাত তারিখ আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে মনোনীত করলে আমি বাগমারার একজন সেবক হিসেবে আপনাদের পাশে সারা জীবন থাকব। তিনি আরো বলেন,আমি প্রচারণা চালানোর সময় লক্ষ্য করেছি, বাগমারার রাস্তাঘাট গুলো এখনো দুরাবস্থা, পাকাকরণ হয়নি,আমাকে আপনারা নির্বাচিত করলে সেগুলো রাস্তাঘাট খুব দ্রুততার সাথে পাকাকরন করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,দীর্ঘ এক মাস ব্যাপী এই প্রচার প্রচারনাই যদি কারো মনে আঘাত দিয়ে থাকি আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ৭ তারিখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।এ সময় তিনি দল মত নির্বিশেষে সকলের কাছেই দোয়া এবং ভোট  প্রার্থনা করেন।

উক্ত জনসভায় আরো বক্তব্য রাখেন, সাবেক বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ পিএম শফিকুল ইসলাম শফি সহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট