1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মান্দায় ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে দুইব্যক্তির জরিমানা রাবি ক্যাম্পাসে ছাত্রদল কর্মীর মৃত্যু নিয়ে রহস্য সঠিক তদন্তের দাবি পরিবারের  অমানবিক নির্যাতনঃ ঠাকুরগায়ের হরিপুরে গণপিটুনিতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, মামলা ১৫০ জনের বিরুদ্ধে  পোরশায় খাস জমি দখলদারের কবল থেকে উদ্ধার খুলনার পিস্তল সোহেলের ক্ষমতার উৎস্য আলাউদ্দিনের প্রদীপ নয় সাবেক বিচারপতি মানিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ গুণী ব্যক্তিত্ব ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় : প্রধান উপদেষ্টা  গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের ইতিহাসে অনন্য সাধারণ দিন : রাষ্ট্রপতি  পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনার চাটমোহরে মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

শিবগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, এখনো ঝুলছে নৌকার ব্যানার, ফেস্টুন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি………………………………..

তফসিল ঘোষণার পরও অপসারণ হয়নি চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ)আসনের নৌকার মনোনিত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচন প্রচারের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ—সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর বাজারেও রঙিন ফেস্টুনে নৌকা প্রতীক সম্বলিত নৌকামার্কায় ভোটচাইতে দেখা গেছে বর্তমান এই সংসদ সদস্যকে।

এযছাড়া শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়াবাজার ও কানসাট ইউনিয়নের ট্রাক টার্নিমাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচন প্রচার সামগ্রী দেখা যায়। তবে প্রচার সামগ্রী অপসারনে প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে। যারা নির্বাচনী নির্দেশনা মানবেননা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচন প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানে হয়েছে। এদিকে চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেননি মনোনিত প্রারর্থী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানে যাবেনা। কোনো প্রার্থীর এ অনিয়ম করলে ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাহী কর্মকতা এ এফ এম আবু সুফিয়ান বলেন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রতিটি ইউপি চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে শুক্রবার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে। কোনপ্রার্থী এসব অপসারণ না করলে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াহবে।

উল্লেখ্য যে গত শুক্রবার সকার ১০টায় শিবগঞ্জ ১ চাঁপাইনবাবগঞ্জ ৪৩ আসনের নৌকার প্রার্থী ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে তার নিজ বাস ভবনে শিবগঞ্জ থানা আওযামীলীগের ব্যানারে মতবিনিময় সভা ও খাবারের প্যাকেট বিতরণ করেছেন। যেখানে আওয়ামীলীগের মূল ধারার কোন নেতা ছিলেন না। সেটিও নির্বাচনী আচরণ ভঙ্গের মধ্যে পড়ে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন আফিসার আবুল কালাম আজান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট