# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………..
নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ৪৭ নওগাঁ-২ আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এ্যাড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক।
এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পত্নীতলা উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও কাজল চন্দ্র দাস।
এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তারা মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপীল করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৭ ডিসেম্বর মনোনয় পত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে আর প্রতীক বরাদ্দ হবে আগামী ১৮ ডিসেম্বর।#