1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ের ক্যাশবপাড়াতে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন  আহমদ নুর এরিক সুষ্ঠ নির্বাচন উপহার দিতে আরএমপি সদস্যদের দক্ষতা প্রশিক্ষণ খুলনায় নতুনতারা ১৯৯তম সোমবারের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান , জনগণের পাশে থাকাই তার প্রতিজ্ঞা রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৪র্থ খেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে ঘাস পোড়ানো বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ, থানায় মামলা  ঈশ্বরদীতে যুবদলের গোলটেবিল বৈঠক: বিএনপিকে দ্বিধামুক্ত করার অঙ্গিকার ব্যক্ত যুবদল নেতাদের নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আদর্শ ও দক্ষ জাতি গঠনে শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করুনঃখুলনায় পীর সাহেব চরমোনাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি……………………………………

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বারবার শিক্ষা কারি-কুলাম পরিবর্তনের কারণে অভিভাবক সমাজ চিন্তিত। নতুন কারিকুলামে শুধু ধর্ম শিক্ষা নয় বরং বিজ্ঞান শিক্ষাও সংকুচিত করা হয়েছে। ডিভাইস নির্ভর শিক্ষাব্যবস্থা চালু হওয়ায় শিশু এবং কিশোর শিক্ষার্থীরা ব্যাপকহারে অনৈতিকতার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আদর্শ শিক্ষক ও আদর্শ শিক্ষার্থী তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

১৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখা এর যৌথ উদ্যোগ আয়োজিত ” শিক্ষক মতবিনিময়” সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরামের খুলনা জেলা সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসানের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারী প্রভাষক গোলাম মোস্তফা বাঙ্গালী পরিচালনায় জামিয়া রশিদীয়া গোয়াল-খালী মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুল আউয়াল বলেন, ডিভাইস নির্ভর শিক্ষার পরিবর্তে বইমুখী হওয়ার শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা পদ্ধতি বজায় রাখতে হবে।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম এর সেক্রেটারী জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর বলেন, নতুন কারিকুলাম সচেতন অভিভাবকরা মেনে নিতে পারেননি। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে এই কারিকুলাম এখনও পর্যন্ত অনুপযোগী মনে হচ্ছে আবার এই কারিকুলাম মন্ত্রী পরিষদ বা সংসদে উত্থাপন করা হয়নি। অতএব, নতুন কারিকুলাম বাস্তবায়নের পূর্বে আবার পুনর্বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম, দাকোপ থানা প্রতিনিধি প্রভাষক আব্দুর রাজ্জাক, ডুমুরিয়া থানা প্রতিনিধি মাওলানা মুজিবুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট