বিনোদন রিপোর্টার……………………………………………………………
বিকে বেল্লাল একজন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী বেশ কিছু গানের পর আবারও দর্শকদের মাঝে আসছেন “বেকার ছেলে” শিরোনামে গান নিয়ে। গানটি রিলিজ পাবে লেভেল কোম্পানি (Ak Sound media) ইউটিউব চ্যানেল থেকে গানের নাম “বেকার ছেলে” গানটিতে কণ্ঠ এবং সুর দিয়েছেন (বিকে বেল্লাল) গানটির গীতিকার “নুরুল ইসলাম নাহিদ”জিউজিক (মান্নান মাহমুদ) মিক্স মাস্টার (ইঞ্জিনিয়ার ডালিম ) গানটিতে অভিনয় করেছেন নায়ক জামশেদ, স্নেহা, ইয়াসিন খান, আসাদুজ্জামান খোকন ভিডিওর ডিরেক্টর,বিকে বেল্লাল, ডি ও পি (মেহেদী খাঁন) এডিট কালার(ছাব্বির)প্রডিউচার ইয়াসিন খান।
বিকে বেল্লাল বলেন চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুক্রবার বিকেল ৪ টায় গানটি রিলিজ হবে প্রিয় দর্শক শুভাকাঙ্ক্ষী সবার গানটির সম্পর্কে ভালো মন্দ মতামত আশা রাখি। বিকে বেলাল ছোট বেলা থেকেই গান গাওয়ার চেষ্টা করে আসছে বাড়ীতে, স্কুল, কলেজে. গ্রামের ছোট কোন অনুষ্ঠানে বন্ধুদের আড্ডায় সব খানেই গান গাইতো।
উল্লেখ্য ২০১৭ সালে তার প্রথম কিছু কভার গান রেকর্ডিং হইছিল তৎপর গ্রাম ছাড়িয়ে শহরের পরিচিত এবং ভালবাসা পাওয়া শুরু,সেই থেকে বিভিন্ন প্রোগ্রামের আমন্ত্রণে গানে মন জয় করে আসছিল। তিনি এবং আরোও আগ্রহী হন গানের প্রতি।
বিকে বেলাল আরোও বলেন সঙ্গীতের কিছুই না জানলেও সৃষ্টিকর্তার আশীর্বাদে কিছুটা শুরু করতে পেরে শুকরিয়া আদায় করছি, সুরের একজন সামান্য মানুষ হতে চাই””নিজেকে বাউল, ফকির, শিল্পী. স্টার. সেলিব্রেটি বলার মতো কোন যোগ্যতা নেই আমার! সেই ছোটবেলা থেকে শুরু করে যখন’ই যেখানে গান গেয়েছি সব সময় নিজেকে উজাড় করে দিয়ে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।#