নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ,আহত ৮
-
প্রকাশের সময় :
রবিবার, ২৬ জুন, ২০২২
-
২৩৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
# মেহেরুল ইসলাম মোহনম লালপুর…………………………………
নাটোরের লালপুরে পদ্মা নদীর ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রবিবার(২৬শে জুন) দুপুরে উপজেলার লালপুর কলোনী ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন লালপুর উপজেলার দক্ষিন লালপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫),শামীম (৩৮),বিপ্লব (৩৫), সেন্টু(৩৭), বকুল (৪০), খাইরুল(৪৫),রিফাত হোসেন (১৭) এবং ঝন্টু (৩৩)। স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (২৬শে জুন) দুপুরে পদ্মা নদীর লালপুর কলোনী নৌকা ঘাটের আধিপত্য বিস্তার বিরোধী নিরসনে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের কাছে দুই পক্ষই যান। পরে এ বিষয়ে কোন মিমাংসা না হওয়ায় চেয়ারম্যানের কাছে ২ দিন সময় চেয়ে বের হয়ে যায়।
এ সময় কলোনীতে প্রবেশের সময় দু’পক্ষের লোকজনের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এসময় আমিরুল ইসলাম ও বকুলের অবস্থা অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান,নৌকা পারা পারের ঘাট দখল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
এডিট: সান
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ