1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড় বাজারে অনৈতিকভাবে দোকান লীজ দেওয়া কেন্দ্র করে চরম উত্তেজনা দূর্গাপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত  রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত দৌলতপুর মহেশ্বরপাশায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ডাস্টবিন অপসারণের মানববন্ধন রেলওয়ে পশ্চিম আরএনবি দপ্তরে অপরাধ দমন সভা আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্ত বৃন্দ কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ  নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁ-৬: গ্রহণযোগ্য নেতৃত্বে এগিয়ে মশিউর রহমান (সোহাগ) চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতা চাইনিজ রফিকের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস তৎপর

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি……………………………………….

গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিলাশপুরে অবস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিঃ গাজীপুরের জনগণের দ্বারপ্রান্তে গ্যাসের সকল সুবিধা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় দৃঢ়ভাবে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে প্রতিনিয়তই।

গাজীপুরের আনাচে কানাচে প্রতিদিন চলছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবৈধ গ্যাস বিচ্ছিন্নের অভিযান। কিছুদিন আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকার কারণে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়নি তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ গ্যাস সংযোগের তথ্য পাওয়ার সাথে সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অভিযান পরিচালনা করে জনগণের ভালোবাসা কুড়িয়েছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ বিষয়ে গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক খন্দকার ফয়সাল এক সাক্ষাৎকারে জানান যে,’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। গ্রাহকদের বকেয়া বিল আদায়ের লক্ষ্যে সক্রিয় বিশেষ টিম গঠন করেছি। কয়েক দিন আগে গ্রাহকদের বকেয়া বিল আদায় করতে যখন বিশেষ টিম অভিযান পরিচালনা করতে মহানগরীর ভোগড়া এলাকায় যায় তখন আমাদের তিন জন কর্মকর্তা আহত হয়েছিল। পরবর্তীতে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে প্রশাসন।

এছাড়াও অনেক সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকার প্রভাবশালীদের কাছে সরকারি কর্মকর্তাদের হেয় প্রতিপন্নের স্বীকার হতে হয়। যা মোটেও কাম্য নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর এলাকার বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, পূবাইল, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত মোবাইলকোর্ট পরিচালনা করা হচ্ছে। যাতে নেতৃত্ব দিচ্ছেন, জেলা প্রশাসনের বিভিন্ন ম্যাজিস্ট্রেটগণ। অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ নগদ টাকা জরিমানা ও প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাছাড়া নগরবাসীকে সচেতন করার জন্য নানান ধরণের প্রচারণা মূলক কার্যক্রম করছেন কর্মকর্তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে।

সাম্প্রতিক কালে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেভাবে অভিযান পরিচালনা করছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকলে অবৈধ গ্যাস সংযোগ আর গাজীপুরে থাকবে না। গাজীপুর তিতাস গ্যাস অফিস থেকে এক সাংবাদিক কে বলা হয়, ‘গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ সর্বদা নিরলসভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কাজ করেছিল, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোন প্রভাবশালী মহলের তদবিরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন থেকে সরে আসবে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গাজীপুর জেলা প্রশাসন থেকে এক সাংবাদিককে জানানো হয়, ‘গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে প্রেরণ করা হবে। তিতাস গ্যাসের এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করতে চায় গাজীপুর জেলা প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট