সংবাদ বিজ্ঞপ্তি, ২৫ সেপ্টেম্বর ২০২৩………………………………………
স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁপা অঞ্চল রাজশাহীর আয়োজনে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। চাঁপা অঞ্চল রাজশাহী আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি. দাবা ও সাঁতার প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর উপ-অঞ্চলের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়বৃন্দ অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, সুস্থ দেহে সুন্দর মন। সুস্থ ও সুন্দর জীবনের জন্য লেখাপড়ার পাশাপশি অবশ্যই খেলাধুলা করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা দারিদ্র মুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ণে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ফুটবল প্রতিযোগিতার আয়োজনে ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে আমাদের সাফল্য বয়ে এসেছে। বিদ্যালয় পর্যায়ে ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, ক্রিকেট, দাবা, সাঁতার সহ বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, এ শহরে যারা নতুন এসেছো তারা পরিচ্ছন্ন, সবুজ, আলোক ছলমলে এ নগরী ঘুরে দেখবে। আর এ সকল উন্নয়নের রূপকার রাজশাহীর মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি প্রতিনিয়ত এ নগরীকে সুন্দর রূপে সজ্জিত করতে কাজ করছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মাহবুবুর রহমান শাহ। উদ্বোধনকালে রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#