ক্যাপশনঃ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী……………………………………………………..
ঈশ্বরদীর কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা এড.রবিউল আলম বুদু বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীতে বিশেষ মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীস্থ সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিক্রেতাদের পক্ষ থেকে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,পাবনা জজ কোর্টের এপিপি এড.রফিকুল আলম দিপু ও এপিপি এড.আমেনা খাতুন ও এড.ময়নুল ইসলাম মোহন। সংবাদপত্র এজন্ট শুভ রহমানের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক ডাক্তার মাসুম, সংবাদপত্র এজেন্ট ও সাংবাদিক আক্তারুজ্জামান মিরু, সংবাদপত্র বিক্রেতা মুরাদ হাসান, সংবাদপত্র বিক্রেতা আব্দুল মান্নান, সংবাদপত্র বিক্রেতা ঝন্টু রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ আর সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা হলো সেই দর্পণ ছড়ানো যোদ্ধা। কে এজেন্ট কে বিক্রেতা সেটা বড় কথা নয় উল্লেখ করে তিনি আরও বলেন,সাংবিধানিকভাবে সকল মানুষের অধিকার সমান। তাই সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতা হিসেবে নিজেদের কখনই ছোট করে খোর কিছু নেই।#