1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ৩য় কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ও সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার সংবাদপত্র, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে : নাহিদ প্রধান উপদেষ্টা কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরেছেন নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলার শাখার মতবিনিময় সভা অভয়নগরে সেনাবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ আটক বাগমারায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে খেলাধুলা’র বিকল্প নাই – সামসুজ্জোহা বিএনপির মধ্যে সুকৌশলে আওয়ামী অনুপবেশকারীদের কোনভাবেই স্থান দেওয়া হবে না:  বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  রনি রানীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ১ 

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছে: নওগাঁর মন্দায়  মির্জা ফখরুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধি……………………………………..

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। আবারও তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির পাঁয়তারা করছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসূচীতে রোববার বিকেল ৪টার দিকে মান্দা ফেরিঘাটে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অতীত সাক্ষী এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। আগামী নির্বাচনও তাদের অধীনে সুষ্ঠু হবে না। তাই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার পতনের এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে রাজপথে নেমেছে বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, এ পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ৬৪৮ জন নেতাকর্মীকে গুম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। নেতাকর্মীদের ওপর মিথ্যে মামলা আর সাজা দিয়ে বিএনপিকে কোণঠাসা করতে দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ শুধু নয়, আজকে সারা বিশ্বের মানুষ জেনে গেছে এই সরকারের অধীনে অতীতের দুইটা নির্বাচন ভালো হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। বিশ্বনেতারাও আজকে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপিনেতা ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে প্রমুখ।

এর আগে দুপুর ২টায় নওগাঁ শহরের বাইপাস রোডের জেলখানা মোড়, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়ায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় আজকের রোডমার্চ কর্মসূচী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট