1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের কৃতি সন্তান ডা: সাইমুম পারভেজ এর সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল মিডিয়া রাজনীতিতে পিএইচডি অর্জন  নাচোলে রিপনের প্রেমলীলায় মত্ত ছাত্রী, পাহাড়সম অভিযোগ এলাকাবাসীর অভয়নগরে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির ধ্বংস করে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন, জনসাধারণের ভোগান্তি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান পঞ্চগড়ে বর্তমান কদর বেড়েছে মসলা দ্রব্য তেজপাতার তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন  আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না : ভোলায় মেজর (অব.) হাফিজউদ্দিন ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল : মামুনুল হক ভোলাহাটে ক্যারেলা সিমগাছ  কর্তন, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি,  থানায় অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

আলিফ হোসেন,তানোর……………………………………………………………

রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করা হয়েছে। বাধাইড় ইউপির ঝিনাইখোর গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র ও সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান বাদি হয়ে (বিজ্ঞ তানোর থানা আমলি আদালত) কামরুজ্জামান হেনাসহ আটজনকে বিবাদী করে প্রতারণার মামলা করেছেন। যাহার মামলা নম্বর ৩৪১/২০২৩। ধারা ৪১৭/ ৪২০/ ৪৬৫/ ৪৬৭/ ৪৭১/ ৪৭২/ ৫০৬/ ৩৪ দঃবিঃ।

এদিকে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার জাল দলিল সৃষ্টিকারী ও সহায়তাকারিদের আটকের দাবিতে হাপানিয়া-আইড়্যা রাস্তার ঝিনাইখোর মোড়ে পথরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।

জানা গেছে, বিগত ১৯৮০ সালের ২৮ মার্চ  রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদিত ৬৬০৯ নম্বর দলিল মুলে সম্পত্তি বিক্রি করেন। চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী আসিয়া বেগম এবং রাজশাহীর পবা উপজেলার পুর্বপুঠিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের পুত্র সুমন আলী বিশ্বাস। সম্পত্তি ক্রয় করেছেন তানোরের কামরুজ্জামান হেনা দলিল নম্বর ১৭৩৩ তানোর। মুঞ্জুয়ারা পারভিন দলিল নম্বর ১৭৩৪। এমদাদুল হক দলিল নম্বর ১৭৩৫।

অথচ সুমন বিশ্বাসের ৬৬০৯ নম্বর দলিলটি জাল। প্রকৃত পক্ষে ৬৬০৯ নম্বর দলিলটি চারঘাট উপজেলার যোগীর গোফা এলাকার লুকমান আলী ও রমজান আলী দিগরের নামে রয়েছে।

অভিযোগে প্রকাশ, সুমন আলী বিশ্বাস (৫০) পিতা মৃত মফিজ উদ্দিন বিশ্বাস, সাং পুর্বপুঠিয়াপাড়া, থানা পবা, জেলা রাজশাহী। এবং মারুফা (৩৫),পিতা মফিজ উদ্দিন বিশ্বাস, সাং কৃষ্ণ গোবিন্দপুর, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। তারা তানোর উপজেলার খাড়িকুল্লাহ গ্রমের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র কামরুজ্জামান হেনা ও শাফিউল ইসলামের নেপথ্যে মদদে জাল দলিল করে অন্যের সম্পত্তি নিজেদের নামে নামজারি করেছে। যাহার খারিজ কেস নম্বর ৬২০৫/(IX-I)/২০২২-২৩। যাহার দলিল  নম্বর ৬৬০৯ তারিখ ২৮/০৩/১৯৮০। দলিল নম্বর ৩১২৮২ তারিখ ২৭/১২/১৯৮৭।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৯৮৭ সালে ৩১২৮২ নম্বর (রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদন) ভুয়া দলিল সৃষ্টি করেন ভূমিগ্রাসী সুমন।

অথচ, রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে উক্ত বছরে এই পরিমান দলিল সম্পাদন হয়নি।

অন্যদিকে বিগত ১৯৮০ সালের ২৮ মার্চ ৬৬০৯ নম্বর দলিল (রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে সম্পাদন) দেখিয়ে সম্পত্তির মালিকানা দাবিদার। রাজশাহীর পবা উপজেলার পুর্বপুঠিয়া পাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র সুমন আলী বিশ্বাস। অথচ খোঁজ নিয়ে জানা গেছে, ভলিউম বইয়ে এই দলিলের কোনো অস্থিত্ব নাই। স্থানীয়রা বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ দেশ স্বাধীনের আগে থেকে এসব সম্পত্তির ওপর বাড়িঘর নির্মাণ করে প্রায় শতাধিক ভুমিহীন পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছে।

এদিকে রাস্ট্রপক্ষের হয়ে হোসেন বাচ্চু এসব নামজারি বাতিলের দাবিতে জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভুমি) কাছে আবেদন করেছেন।অন্যদিকে সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান রহমান বাদি হয়ে জাল দলিল সৃষ্টিকারী ভূমিগ্রাসী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করেছেন। যা আদালতে চলমান রয়েছে।এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কামরুজ্জামান হেনার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে মুন্ডুমালা ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, তাদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে নামজারি বাতিল করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট