1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের পুষ্টিগুন মাছের শুকটি রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে নাচোল বরেন্দ্র অঞ্চলে  দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রস   বাড়তি দামের কারণে ব্যয় বাড়ছে নিত্যপণ্যর ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং  সাজানো- প্রধান শিক্ষক, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা………………………………………….

শিবগঞ্জের বিনোদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত, শিক্ষকদের প্রতি অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, শিক্ষকদেরকে হেনস্থ করার ষড়যন্ত্র ও হিসাব নিকাশ ঠিকমত না  দেয়া, বিদ্যালয়ের মার্কেট বরাদ্দের অনিয়ম সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার চেয়ে দুদক ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যান  ও মহাপরিচালক  বরাবর ভুক্তভোগীদের করা  আবেদনের প্রেক্ষিতে পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্তের দায়িত্ব অর্পণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মো:হুমায়ুর কবীর, সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট,  আমলী আদালত, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের   ২৯জুলাই স্বাক্ষরিত একটি চিঠিতে দায়িত্ব¡ দেয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমারের ওপর।

অন্যদিকে গত ২৭ আগস্ট রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পক্ষ থেকে রাজশাহী  জেলা  মাধ্যমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও  ও শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।  সঠিক তদন্ত পূর্বক দ্রুত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া দুদকে করা আবেদনের তদন্ত সংশ্লিষ্ট দপ্তর নিজেই তদন্ত করবেন বলে জানা গেছে। শিবগঞ্জ উপজেলা অফিসার কাঞ্চন কুমার দাস এর উপর    তদন্তের দায়িত্বভার অর্পন করা হয়েছে।

এদিকে প্রধান শিক্ষক সাবিরুদ্দিন  এ সমস্ত অভিযোগ অস্বীকার করে  এগুলিকে ষড়যন্ত্র বলে উল্লেখ  করেছেন। গত  ২৮মে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ৫জন শিক্ষকের স্বাক্ষরিত রাজশাহী মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন সূত্রে জানা গেছে প্রধান শিক্ষক সাবিরুদ্দিন, ২০২৩ সালের বাগান বিক্রী বাবদ ১লাখ ৩৪ হাজার টাকা, ২৫বিঘা জমির ধান বিক্রী করা বাবদ মোটা অংকের টাকা, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পি এফ এর  ১লাখ ৫০ হাজার টাকা, বিদ্যালয়ের প্রতিমাসের আপ্যায়ন খরচ বাবদ  ৪০হাজার টাকা, বিদ্যালয়ের মার্কেটের দোকানের ভাড়া বাবদ ২লাখ ২২ হাজার  ৩৭০ টাকা ও পুরাতন বই বিক্রী বাবদ প্রায় ২৫ হাজার টাকা আত্মসাত করেছেন ।

অন্যদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসামুদ্দিন    ১৬জনের মধ্যে ১৩জনের স্বাক্ষরিত গত   ০৯-০৭-২০২৩খ্রী: তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন। সূত্রে জানা গেছে গত ১৪-০৪-২০২৩খ্রী:তারিখে প্রধান শিক্ষকের অফিস কক্ষে আমারা  ১৬জন শিক্ষ আমাদের উৎসব ভাতা চাইলে উৎসব ভাতা দিতে অস্বীকার করে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ  ও মারতে উদ্যত হয়। শুধু তাই নয় তিনি শ্ক্ষিক কর্মচারীদের ২০২২ সালের জানুয়ারী হতে ডিসেম্বর পর্যন্ত পি এফের টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখেছেন। বিদ্যালয়ের হিসাব নিকাসের জন্য উপকমিটি থাকলে তাদের কোন মূল্যায়ন না করে তিনি নিজে খুশী মত ক্ষমতা ব্যবহার করেন।

অপরদিকে গত ৪ জুলাই বিনোদপুর ইউনিয়নের মৃত  পয়গম আলির ছেলে আতাউর রহমান স্বাক্ষরিত দুদকের উপপরিচালক রাজশাহী বরাবর করা আবেদন সূত্রে জানা গেছে , ২০১৯সালে বিনোদপুর উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন বঙ্গবন্ধু মার্কেটের ৭৭নং  দোকান ঘরের পজিশন আমাকে বরাদ্দ দিয়ে ডিড করলেও পরবর্তীতে মোটা অংকের বিনিময়ে  সুমন নামে অন্য একজনকে সেই পজিশনটি ডিড করে দেন। একই ভাবে ৮২ নং পজিশনটি জাহিরকে ডিড করে দিলেও পরে খাইরুলকে ডিড করে দেস। ,৮৩  ও ৭৬নং পজিশনদুটি হাবিবা বেগম ও মশিউর রহমানকে ডিড করে দিলেও পরে বিশু আলিকে ডিড করে দেয়  এবং তাদেরকে দখল দেয়।

এ ব্যাপারে আতাউর রহমানে দোকানের পজিশনের জন্য গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকী দিয়ে বিদায় করে দেয়। আবেদনে আরো বলা হয়েছে যে প্রধান শিক্ষক সাবিরুদ্দিন দুই হাত জমি সবুর আলির নিকট  ১২লাখ ৫০হাজার টাকা বিক্রী করলেও ডিডে  সাত লাখ টাকা উল্লেখ্য করেছেন। শুধু তাই নয়  ৫৪ -৫৫ নং পজিশনদুটি  ১০লাখ ৫০হাজার টাকায় বিক্রী করলেও ডিডএ সাত লাখ টাকা উল্লেখ্য করেছেন। এভাবেই তিনি বিদ্যালয়ের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি সামিম রেজা বলেন, আমি  ২০২৩ সালের শিক্ষকদের উৎসব ভাতা ও প্রতিষ্ঠানিক ভাতা  দিয়েছি। তিনি আরো জানান আমার আগের সভাপতির আমলে কোন উৎসব ভাতা ও প্রতিষ্ঠানিক ভাতা দেয়া হয়নি।  তিনি আরো জানান প্রধান শিক্ষক পুর্বেও কমিটির সাথে যোগসাজসে বিদ্যালয়ের অনেক অর্থ আত্মসাত করেছেন। যার হিসাব আমি নিজেই তার নিকট হতে নিতে পারেনি।

এব্যাপারে প্রধান শিক্ষক সাবিরুদ্দিন  তাদের আনীত অভিযোগগুলি অস্বীকার করে বলেন আমি বিদ্যালয়ের কোন টাকা আত্মসাত করিনি। বিধি মোতাবেক কমিটির মাধ্যমে হিসাব নিকাশ অনুযায়ী বৈধভাবে যা খরচ হয়েছে তাই  করেছি।  শিক্ষকদের পি এফের টাকা, ধান কিক্রীর টাকা, বাগান বিক্রীর টাকাসহ অন্যান্য আয়ের টাকা  ব্যাংকে জমা দিয়েছি তার ডকুমন্টে আমার কাছে আছে। তিনি আরো বলেন আতাউরের নিকট হতে দোকানের পজিশন নিয়ে কাউকে দেয়নি। তার কাছে আছে । তিনি ডিড মোতাবেক এখনো  ২০ হাজার টাকা পরিশোধ করেননি। বাকী তিনজনের পজিশন তাদের কাছেই আছে এবং তারা কোন অভিযোগ করেননি। তিনি আরো বলেন অভিযোগকারীদের অবৈধভাবে  নিজ স্বার্থ হাসিল না হওয়ায় তারা আমার বিরুদ্ধে একাধিক দপ্তরে মিথ্যা ঘটনা সাজিয়ে অভিযোগ করেছেন।যা সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে ইনশাল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট