গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি………………………………………
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, গোমস্তাপুর থানা পরিদর্শন, বিদ্যালয় পরিদর্শন, আশ্রয়ন প্রকল্পের পুকুরে পোনা মাছ আবমুক্তকরণ, উপকার ভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ, কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২ থেকে জেলা প্রশাসক এসব উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কাউসার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে, উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ, শেষে খামারিদের মাঝে নগদ অর্থ প্রদান, উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরণ ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বরাদ্দ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।#