প্রেস বিজ্ঞপ্তি …………………………………………..
রাজশাহী নগরীতে নাইট ফুটবল টুর্নামেন্ট সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) রাত ৯টায় নগরীর রেলগেট গোরহাঙ্গায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
এতে বক্তব্য রাখেনÑ সংগঠনের সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, যুবলীগ নেতা মাসুদ রানা বেলাল, ব্যবসায়ী দীপু সরকার, বোয়ালিয়া থানা পশ্চিম শাখা আওয়ামীলীগের সাবেক সহ: সভাপতি সারোয়ার জাহান পলাশ, মেক ওভার ফ্যাশনের স্বত্তাধিকারী অভিলাষ দাস তমাল প্রমুখ। এদিন রাতুল সরকারের সার্বিক তত্বাবধানে ডিনার পার্টির আয়োজন করা হয়।
উল্লেখ্য, উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ টুর্নামেন্ট আয়োজন করেছে গৌরহাঙ্গা জাগ্রত সংঘ। নগরীর গৌরহাঙ্গা বালুমাঠে আগামী ১২ জুলাই এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ঘিরে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন আয়োজকরা। প্রতি টিমের এন্ট্রি ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। এটি জমা দেয়ার শেষ তারিখ ৩০ জুন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম পাবে ১০ হাজার টাকা। আর রানার-আপ টিমের জন্য থাকছে ৫ হাজার টাকা পুরস্কার। নিয়মকানুন হিসেবে প্রতি টিমের হয়ে ৬ জন করে খেলোয়াড় মাঠে নামবেন। আর অতিরিক্ত থাকবেন দুইজন। মোট ৮ জন খেলোয়াড় নিয়ে দল সাজাতে হবে। এছাড়া টিমের সকল খেলোয়াড়ের একই রকম জার্সি বাধ্যতামূলক।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে নানারকম প্রস্তুতি হাতে নিয়েছেন তারা। বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে। এখনো পর্যন্ত মেক ওভার ফ্যাশন, বিবিসি ব্রাদার্স বিল্ডার্স এন্ড ক্যাফে, সুইট ম্যাংগোজ, বর্ণালি জেন্টস রক পার্লার, স্টুডেন্ট ফ্যাশন, তেহেরি ঘর, ২০ ব্যাটেলিয়ন স্পন্সর হিসেবে তাদের তালিকাভুক্ত হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডের ফুটবলভক্তরা টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। তারাও বিশিষ্টজনদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টে।
এ বিষয়ে উদ্যোগী সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, ফুটবল টুর্নামেন্ট তরুণ-যুবকদের মাদকসব নানারকম অপরাধমূলক কর্মকাÐ থেকে দূরে রাখতে বেশ কার্যকরী ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরণের টুর্নামেন্ট আয়োজনে বিত্তবানদের নজর দেয়া উচিত। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিও দেয় এসব বিনোদনমূলক আয়োজন।#
সান/১৮