1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান  উপ-সম্পাদকীয়ঃ সীমান্ত হত্যা আর কত ! মোহনপুরে বাজার বণিক সমিতির সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সূধী সমাবেশ রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত অনিয়মঃ তানোরে সার বিতরণে অনিয়ম ও পাচার রোধে হট্টগোল মারপিট গাইবান্ধা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মামলায় ,  গ্রেপ্তারী ওয়ারেন্ট বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে

নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি…………………………………….

 

নাটোরের লালপুর উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা, যেন দেখার কেউ নাই। বরিবার(১৯শে জুন)দুপুর ১২ টার দিকে অত্র বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে,স্কুল শিক্ষকদের বসার রুমসহ মাত্র ৪টি পাকা রুম,যেখানে নেই কোন মেয়েদের কমন রুম, নেই টয়লেটের কোন সু ব্যাবস্থা।

এ বিষয় গুলো নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এনামুল হক বলেন,আমি আমার স্কুলের বিষয় নিয়ে মিডিয়ায় কোন কথা বলবো না,স্কুলটি শিক্ষা দপ্তরের নিয়ম অনুসারেই পরিচালিত হয়ে আসছে বলে সাফ কথা জানিয়ে দেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন,ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের অনেক অনিয়ম-দুর্নীতি,স্কুলের নাকি বিল্ডিং হওয়ার কথা ছিল,যার সূত্র ধরে প্রধান শিক্ষক এনামুল হক ৪টি পুরাতন শ্রেণী কক্ষ, মেয়েদের কমন রুম, ব্র্যাক ওয়াস কর্মসূচীর টয়লেট সব কিছু নিলামে বিক্রি করে দিছে প্রায় ২ বছর আগে। এখন দেখি বিল্ডিং ও নাই কিছুই নেই।ছাত্র/ছাত্রীরা অনেক কষ্ট করে কখনো কদম তলায় বসে, কখনো রুমের মধ্যে পর্দা টানিয়া দুই ক্লাস এক সাথে চলে।

ছাত্র/ছাত্রীর অভিভাবকের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ৩/৪ জন ব্যাক্তি বলেন, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং হওয়ার কথা ছিল কিন্তু বিল্ডিং এর কাজের কোন কাগজপত্র না হওয়ার আগেই হেড মাষ্টার এনামুল হক ডাকে বিক্রি করে খেয়ে ফেলেছেন যার কারণে ক্লাস রুমের সংকটে ছাত্র/ছাত্রীদের বেহাল দশা। তারা আরও বলেন,অত্র স্কুলের স্যানিটেশন ব্যাবস্থাও স্বাস্থ্য সম্মত নয়।টয়লেটে নোংরা, যত্নের অভাব, দরজাও নেই, একে বারে পরিত্যক্ত।

এসব বিষয়ে দেখার তো কেউ আছে বলে মনে হয়না,আপনাদের জানিয়ে কি করবো।যাদের দেখা করার কথা তারাই দেখে না।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল আলম মক্কেল মাষ্টার বলেন,আমি সভাপতি ছিলাম কিছু আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে,এ সকল বিষয়ে প্রধান শিক্ষক এনামুল হকের সাথে যোগাযোগ করেন।

 

একটি বিদ্যালয়ের দৈন্ন দশা আর শিক্ষা বিভাগ হাত গুটিয়ে বসে আছে এটা হতে পারে না।একটি শিক্ষা প্রতিষ্ঠানের কি কি সমস্যা আছে, যার জন্য শিক্ষা কার্যক্রম বিঘ্নি হচ্ছে সেটা দেখার দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসার বা শিক্ষা বিভাগর। আর ভবন নির্মাণ ইমারত বিভাগের। কিন্তু তারা রহস্যজনকভাবে এড়িয়ে গেছে, কিন্তু কেন?এ অঞ্চলের সতেন মহল এস্কুলের সকল সমস্যার দ্রুত রিসন দাবি করে।#

আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট