1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই ঃ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রূপসায় আজিজুল বারী হেলাল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির বিকল্প নেই: আজিজুল বারী হেলাল শিবগঞ্জে ধানের শীষের ব্যানার পুড়িয়েছে দূর্বৃত্তরা গণভোটে হ্যাঁ–না প্রচারণায় অংশ নেবেন না সরকারি কর্মকর্তারা:জনপ্রশাসন সচিব বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রাজনৈতিক সহনশীলতা ও গণতন্ত্র: সংঘাতমুক্ত নির্বাচনের দাবি রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপসায় ৮ দলীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌভোগ অগ্রগামী যুব সংঘ চ্যম্পিয়ন সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ

 ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র ক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ১৩তম  জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৪৩চাঁপাইনবাবগঞ্জ  -১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূল পর্যাযে থামছে না ক্ষোভ। যদিও প্রথম দিকে এ আসনে চারজন প্রার্থী মনোনয়ন প্রাপ্তিতে জোরেসোরে দৌঁড়ঝাঁপ করলে কেন্দ্র থেকে সাবেক সংসদ সদস্য  অধ্যাপক শাহাজাহান মিঞাকে মনোনয়ন দিলে দুই জন প্রার্থী তা মেনে নিয়ে এক সংগে কাজ করলেও মনোনয়ন প্রত্যাশী  শাহীন শওকাতের সমর্থন গোষ্টী তা না মেনে শাহীন শওকাতের পক্ষে মনোনয়ন পাওযার জন্য এখনো বিভিন্ন কর্মসূচীর পালন করছে।

তাদের ভাষ্যমতে ঘোষিত প্রার্থী  সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার এখন অবসর জীবনযাপনের সময়। তাছাড়া নানা মুখী সমালোচনার  করছেন তারা এরই অংশ হিসেবে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শিবগঞ্জ উপজেলায় বিএনপির একটি অংশ ইতোমধ্যে অবরোধ, মানব–প্রাচীর, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি পরিচালনা করছেন সম্ভাব্য প্রার্থী ও জনপ্রিয় নেতা সৈয়দ শাহীন শওকতের সমর্থক বিএনপি নেতাকর্মীরা।

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ময়েজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মঈন আলী, শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান আলী শ্যামল, দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলফাজ উদ্দীন, মনাকষা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈইবুর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাব্বির রহমান, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেন্টুসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।,

গত ১৭ বছরে অধ্যাপক শাহজাহান মিয়া নেতাকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়াননি এবং নির্যাতন–নিপীড়নের সময় খোঁজখবরও নেননি। তাদের মতে, এমন প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় পাওয়া সম্ভব নয়। শাহীন শওকাতকে মনোনয়ন না দিলে সামনে আরো কঠিন কর্মসূচী দেয়া হবে তারা জানানা। তারা আরও বলেন, অবিলম্বে অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন পরিবর্তন করে যোগ্য, দক্ষ ও ক্লিন ইমেজের নেতা সৈয়দ শাহীন শওকতকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।তাদের দাবী তৃনমূল পর্যাযের নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আসন্ন নির্বাচনে ধানের শীষে জয়লাভ ছিনিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে যোগ্য বিবেচনা করে   তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নীতিনির্ধারকদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট