1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে বিএমডিএর কার্যালয় ঘেরাও সড়ক অবরোধ ও বিক্ষোভ বিচারপতির কাছে চাঁদা দাবি করায় ফুলছড়ি যুবদল নেতা গ্রেফতার নরসিংদীর পলাশে লাঠির আঘাতে একজনের মৃত্যু পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বাঘায় আনন্দঘন পরিবেশে র‌্যালি ও কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাইবান্ধা সুন্দরগঞ্জের কাপাসিয়া চরের ভূমিদস্যুদের হাতে হাজার হাজার মানুষের জমি বেদখলের অভিযোগ  গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটিত ডুমুরিয়ায় নিসচা ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রংপুর শ্যামপুর সুগার মিলস লিমিটেড আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত  রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

৩১ ডিসেম্বর পাবনা জেলার বিশিষ্ট কবি ও লেখক কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা সংবাদদাতাঃ পাবনা জেলার বিশিষ্ট কবি ও লেখক সাহিত্য সংগঠক সমাজ সংগঠক কবি তাঃ আব্দুল হালিম মাস্টার এর প্রথম মর্ত্যুবার্ষিকী আজ ৩১শে ডিসেম্বর ২০২৩ইং।

কবি ডাঃ আঃ হালিম মাস্টার ১২ই নভেম্বর ১৯৫৮ইং পাবনা জেলার আটঘটিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করলেও শৈশব কেটেছে পারিপার্শ্বিক ও অবজ্ঞা অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্যে। তিনি শৈশবে প্রথম আজব ফুল নামে একটি কবিতা লিখে জনসম্মুখ্যে আসেন কবি হিসাবে। অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হওয়ার প্রেক্ষিতে আঠার বছর বয়সে প্রথম তার স্কুলের হাতে খড়ি ঘটে তিনি শিশু শ্রমেও অনেকটা সময় শৈশবে ব্যয় করেছেন। অভিজ্ঞতা লদ্ধ জীবনে তিনি কর্মের সন্ধানে দিগ্বিদিক ছুটেছেন সমান তালে। তিনি দেশের বিভিন্ন জেলা পরিভ্রমন করার পর পশ্চিম বঙ্গও ভ্রমন করেছেন। তিনি বাস্তব ও জীবন ঘনিষ্ঠ লেখার মাঝে নিজেকে মেলে ধরেছেন সর্বাত্মক ভাবে সবত্র সবখানে।

তিনি ব্যক্তি জীবনে বহুমাত্রিক একজন সৃজনশীল মনের মানুষ। তিনি হিড়িন্দা হালিমপুর হাট বাজার, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হিড়িন্দা বাজার জামে মসজিদ, কচুগাড়ী বায়তুন নূর জামে মসজিদ, হিড়িন্দ। ঈদগাহ ময়দান সহ অনেক ধর্মীয় ও দাতব্য সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরীর প্রধান উপদেষ্টা ও প্রজন্ম বিতর্ক সংসদ, স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, বাংলাদেশ কবিতা ফোরাম, সাহিত্য পত্রিকা “ঝংকার ও সজন” এর প্রধান সম্পাদক ছিলেন।

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন “বাংলাদেশ কবিতা সংসদ” পাবনা, কবি সংসদ বাংলাদেশ, ঢাকা ও উত্তরণ সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ, পাবনার জীবন সদস্য। চলনবিল সাহিত্য কুটির, চলনবিল সাহিত্য সংসদ সহ অসংখ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন ও প্রথম অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি অসংখ্য কবিতা, গল্প ও ছড়া, গীতিকথা লিখেছেন। শতাধিক যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। শতাধিক পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত অব্যাহত রয়েছে। তার একক কাব্য গ্রন্থ “স্মৃতির পাতা” ও “স্নাতির পাতা-২” প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিজীবনে শিক্ষকতার সঙ্গে (সরকারী প্রশিক্ষন প্রাপ্ত) পল্লী চিকিৎসক হিসেবে আমতা মানব সেবায় কর্মরত ছিলেন।

তিনি সংসার জীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। জৈষ্ঠপুত্র পাবনা জেলার বিশিষ্ট কবি ও চাটমোহর উপজেলার বিশিষ্ট সাংবাদিক-গবেষক এস এম মনিরুজ্জামান আকাশ সহ চার সন্তানই সাহিত্য চর্চা করেন। গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং “বাংলাদেশ কবিতা সংসদ ও আজিজুল হক সাহিত্য পরিষদ” এর উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও পাবনা জেলার বিশিষ্ট কবি-সংগঠক, প্রখ্যাত আইনজ্ঞ পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ, পাবনা জেলা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অসহায়ের আইনজীবী খ্যাত অ্যাডভোকেট মোঃ আজিজুল হক এর জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে অবস্থানরত অবস্থায় বিকেল ৩:৩০টায় না ফেরার দেশে পাড়ি জমান। কবি ডাঃ আব্দুল হালিম স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে কর্মসূচী গ্রহন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট