1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
 দুর্ঘটনায় নিহত প্রবাসী চঞ্চলের দাফন সম্পন্ন রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, বিজিবির সামনে বিক্ষোভ বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, দু’জন গ্রেপ্তার শিবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সাতক্ষীরায় প্রচন্ড তাপদাহে সুপেয় পানির সংকটে জনজীবন অতিষ্ঠ পদ্মা সেতু দক্ষিণে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, তানোরের আশিকুর গ্রেপ্তার ঝালকাঠির নলছিটির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড প্রতিনিধি দল ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেললাইন নয়, যেনো লাল গালিচা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৮ জুলাই

২১৮ টি মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে আইনি বাধা নেই

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: দেশের ২১৮ টি বিভিন্ন মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার-এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ রায় দেন।

এ সংক্রান্ত এক রিট পিটিশনের প্রেক্ষিতে ২০২১ সালে ২১৮ টি দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। সে রুলের শুনানি শেষে রায় দিল (রুল এ্যাবসিলিউট) উচ্চ আদালত। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর রিটটি দায়ের করা হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এবং ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

২০১৯ সালের ১৯ ডিসেম্বর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষকে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়। এরপর স্ব-স্ব মাদ্রাসার অধ্যক্ষ উক্ত পদসমূহে বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন দিলে যোগ্যতা সম্পন্ন আবেদনকারীরা ওই পদে আবেদন করেন।

বিগত ২০২১ সালের ১৮ জুলাই, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি অফিস আদেশ জারি করে। এই আদেশে দেশের বিভিন্ন দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিবর্তে উক্ত পদ দুটি বাতিল করা হয়। এর পরিবর্তে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক নামে নতুন দু’টি পদ সৃষ্টি করে  ১৭তম নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। সংশোধিত এমপিও নীতিমালার আলোকে সিলেবাস প্রণয়ন ও বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়। ফলে রিট আবেদনকারীদের পূর্বের নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কারণে চাকরি প্রত্যাশীরা অফিস আদেশটি চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন।

রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, মাদ্রাসাগুলোতে নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি-এর বিধান প্রয়োগ করার পূর্বে যেহেতু অত্র আবেদনকারীরা চাকুরির জন্য আবেদন করেছিলেন সে কারণে এই সব পদে এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ না করে গভর্নিং বডি পূর্বনিয়ম অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট