# পোরশা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারের রোদগ্রাম মৌজায় ৫৮০টি বারি-৪ আমগাছ ও প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে দুবৃত্তরা এ ঘটনাটি ঘটায়।
জমির মালিক সাখোয়াত হোসাইন জানান, রোদগ্রাম মৌজার ১৭২নং খতিয়ানের ১৬১নং দাগে ১.৮৪ একর জমি দলিল ও ওয়ারিশানসূত্রে পেয়ে তার মা পোরশা উপজেলার পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্ এর স্ত্রী ফাতেমা খাতুন, তার বড় ভাই হাসান শাহ্ ও তিনি নিজে ভোগ দখল এবং চাষাবাদ করে আসছিলেন।
কয়েক মাস পূর্বে তারা ওই জমিতে ৫৮০টি বারি-৪ আমগাছ এবং প্রায় ১ হাজার ৪০০টি মিষ্টি কুমড়াগাছ রোপন করেন। কিন্তু ৩০ থেকে ৩৫ জনের একটি দুবৃত্তের দল শুক্রবার রাতে সম্পুন্ন গাছ উপড়ে ফেলেছেন। এতে তার প্রায় দুই লক্ষাধীক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে তিনি পোরশা বাঁশবাড়ি গ্রামের মৃত বশিরুল হক শাহ্র এর ছেলে মোজাম্মেল হক শাহ্ তার ছেলে শিব্বির আহম্মেদ শাহ্, রোদগ্রাম ও কোঁচপুর গ্রামের আরো ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫জনের বিরুদ্ধে সাপাহার থানায় অভিযোগ করেছেন বলে জানান।
সাপাহার থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, এব্যাপারে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে জানান।#