1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মোহনপুর সইপাড়াতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত রানীশংকৈলে ২ টি মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আত্রাইয়ে আত্রাই নদীতে হটাৎ জোয়ারের পানি প্রবাহ শুরু বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি :সভাপতি মামুন, সম্পাদক মাখন জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও আসামী না ধরায় উৎকন্ঠা পরিবারের 

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এই অবস্থায় উপকূলের বাসিন্দাদের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার শ্যামনগর এলাকার অন্তত নয়টি পয়েন্টে বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সামান্য জলোচ্ছ্বাস হলেই এসব পয়েন্ট ভেঙে জনপদ প্লাবিত হতে পারে।

স্থানীয় বাসিন্দা ওয়েজ কুরুনী জানান, প্রতি প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ নিয়ে তাদের দুশ্চিন্তা বাড়ে। বিগত বছরগুলোতে ঘূর্ণিঝড় আম্পান, ইয়াস ও রেমালের পর কিছু সংস্কার কাজ হলেও, অনেক এলাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, “একবার বাঁধ ভাঙলে আমাদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না।”

রমজাননগরের বাসিন্দা আব্দুল কাদেরের কথায়, “গোলাখালির মানুষ খুবই অসহায় হয়ে পড়ে। দ্বীপ হওয়ায় সেখানে সাইক্লোন সেল্টার নেই।” পশ্চিম দুর্গাবাটির মলিনা রানি জানান, খোলপেটুয়া নদীর পাড়ে তাদের বসবাস। “আইলার পর থেকে প্রতিবছরই আমাদের বাড়ি নদীর মধ্যে হারিয়ে যাচ্ছে,” তিনি বলেন। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম সতর্ক করেছেন, “পানির চাপ বাড়লে বেড়িবাঁধ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানিয়েছেন, জেলার ৬৮৩ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৫ কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত।

সাতক্ষীরায় ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে, যেখানে ৪ লাখ ৪৩ হাজার ৫০০ মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে বাস্তবতা হল, উপকূলবাসীদের মনোযোগ এখন বেড়িবাঁধের নিরাপত্তার দিকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ের প্রকোপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। মানুষজনের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট