1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে অর্থনৈতিক শুমারি’২৪ উপলক্ষে বাঘা উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা  বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন সার দিচ্ছে রাশিয়া সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া কিভে আমেরিকার দূতাবাস আপাতত বন্ধ! ইউক্রেনে রুশ বিমান হামলার আশঙ্কা  দুর্গাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাসিকের রাজস্ব কর্মকর্তা মনজুরুল আলমের  বিদায় সংবর্ধনা রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ১০টি চার্জার রিক্সা আটক নওগাঁ জেলা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর “সুমন” হত্যাকাণ্ডের জড়িত প্রধান আসামী বুলবুল গ্রেফতার 

সাংবাদিক লাঞ্ছিত ও  নির্যাতন করার অপরাধে অবশেষে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি ………………………………

অবশেষে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা দায়ের ১৫/০১/২০২৪ ইং তারিখে ৪ আসামির নামে শাকিব শাহিন যুবরাজ শাহিনুর সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা লাঞ্ছিত  এবং মারপিট করার অপরাধে গত  ২৯/০৯/২০২৩ ইং তারিখে সকাল অনুমানিক ১০ টায়। ঘটনার স্থান তেঁতুল তলা ইউপি লক্ষীপুর থানা সদর জনৈক রুহুল আমিনের বাড়ীর সামনে মামলা নং ২৩/২৪ আইনের ধারা: দা: বি: ১৪৩/৩২৩/৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৩০৭/৫০৬ (!!) ১১৪ /৩৪ দন্ডবিধি মামলা নং ২৩/২৪ মামলা নং আসামীগন একদল ভুক্ত দূদান্ত পরধনলোভী, আইন অমান্যকারী বটে আসামিদের সহিত বাদীনির মনোমালিন্য বিরোধ চলতেছিল এর জের ধরিয়া আসামীগন পূর্ব পরিকল্পনা মোতাবেক এক ই অভিপ্রায়ে বাদীনির ক্ষতি সাধন করার জন্য শলাপরামর্শ মোতাবেক ষড়যন্ত্র করে আসিতে থাকাকালে ঘটনার তারিখ ও সময়ে অথাৎ ২৯/০৯/২০২৩ ইং সকাল ৯টার দিকে আসামী সাকিব তার ব্যাবহৃত মোবাইল নাম্বার ০১৬০৫-৩১৪৬৭৮ হতে বাদীনিকে ফোন দিয়ে বলে বাদীনির বর্নিত পত্রিকা নিউজ করবে মর্মে গাইবান্ধা সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের তেঁতুলতলা সাকিনস্হ জনৈক রুহুল আমিনের বাড়ীতে যাইতে বলে।

বাদীনি উক্ত তারিখে সকাল অনুমান ১০ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে অনন্যা আসামীগণ দেখিতে পায় বাদিনী কি বিষয় নিউজ করবে মর্মে জানতে চাইলে আসামীগন বাদিনীকে উদ্দেশ্য করে অকথ্যা ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদীনি আসামিগণের এহেন আচরনে প্রতিবাদ করলে আসামি যুবরাজের হুকুমে অন্যান্যা সকল আসামিগণ বাদীনিকে ঘিরে ধরে তাদের হাতে থাকা লোহার রড লাঠি লইয়া এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত  গুরুত্বর জঘম করে। আসামি শাকিব মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদিনীর মাথায় আঘাত করলে উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাইলে কবজির ওপর লাগায় গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। বাদীনি চিৎকার দিয়ে পলিয়া গেলে আসামি শাহিনুর বেগম অসৎ উদ্দেশ্যে বাদিনীর গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৯০,০০০/- ছিনিয়া নেয়। আসামি শাহিন মিয়া অসৎ উদ্দেশ্য বাদিনীর ওড়না টানা হেচড়া করিয়া খুলিয়া ফেলিয়া শ্বীলনতা করে। বাদিনীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসিতে থাকিলে আসামীগন বাদীনিকে খুন -জখমের হুমকি প্রদান করিয়া অস্ত্র সস্ত মালামালসহ ঘটনাস্থল হতে আসামীগন দ্রুত স্থান ত্যাগ করে।

কতিপয় সাক্ষী ১ ‌মোছা : মুন্নি আক্তার (২১) পিতা মহাসীন মিয়া ২ মোছা রোসনা বেগম স্বামী মহাসিন মিয়া উভয়ের সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ৩ মোঃ শাহাদাৎ হোসেন খোকন পিতা মৃত ডাক্তার সাখাওয়াত হোসেন সাং নলডাঙ্গা থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা ৪ নাহিদা সুলতানা স্মৃতি স্বামী মোঃ শাহাদাৎ হোসেন খোকন সাং নলডাঙ্গা থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা ৫ মোছাঃ ছালেহা বেগম স্বামী মৃত সাখাওয়াত হোসেন থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা কতিপয় সাক্ষী বাদিনীকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে অপরিচিত মাইক্রোবাস যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাদীনি চিকিৎসা অন্তে কিছুটা সুস্থ হলে মামলা করার জন্য প্রস্তুতি নিলে আসামীগন আপোষের প্রস্তাব দিয়া কিছুটা সুস্থ হলে মামলা করি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গাইবান্ধা আব্দুল মতিন স্যার তদন্ত প্রতিবেদন গাইবান্ধা সদর থানা ওসিকে ১৫/০১/২০২৩ ইং তারিখে দেয়।

গাইবান্ধা সদর থানা এস আই জোবায়ের রিপোর্ট শাহরিন সুলতানা সুমা পক্ষে দিয়েছেন , সুন্দরগন্জ থানা পুলিশ এস আই সৈয়দ মামুন বাদী শাহরিন সুলতানা সুমা সাংবাদিক পক্ষে দিয়েছেন আদালত গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে হাজিরা আছে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গাইবান্ধা বাদী সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা থানা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা পক্ষে রিপোর্ট প্রতিবেদন পাঠাবেন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ আসামি মোঃ শাকিব মিয়া(২৫) পিতা যুবরাজ মিয়া সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ২ মোঃ শাহিন মিয়া (৪০) পিতা যুবরাজ মিয়া গ্রাম মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ৩ মোছাঃ শাহিনুর বেগম স্বামী যুবরাজ মিয়া সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা গাইবান্ধা সদর থানা পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাবে বলে এলাকাবাসির বিশ্বাস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট