# মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের জামিরাতে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। এ সময় অনুমোদনবিহীন একটি চিপসের কারখানা ও বোতলজাত পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অসংগতি ধরা পড়ায় প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে অসংগতিগুলো দ্রুত সমাধান করে সঠিক নিয়মে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান আইন অমান্য করে জনগণের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান পরিচালনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করে। স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#