1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল  ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি ডাঃ আব্দুল বারী বাঘায় জামায়াতের আয়োজনে ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থান দিবস উদযাপন বাঘায় গণ অভ্যুত্থান এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ র‌্যালি তানোরে বিএনপির বিশাল আনন্দ র‍্যালি, নেতাকর্মীদের ঢল আত্রাইয়ে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগমারায় বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি প্রেসক্লাব রূপসার আয়োজনে গনঅভ্যুত্থান দিবস পালিত ‎ ‎ পত্নীতলায় বিএনপি’র বিজয় র‍্যালী ও সমাবেশ গোদাগাড়ীতে ইউএনও ফয়সাল আহমেদের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড, দুই পক্ষকে জরিমানা

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনূর রহমান (শ্যামনগর প্রতিনিধি): সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল চারটায় (৫ আগস্ট) ৩৬ জুলাই মুক্তি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকরা জাতীয় পতাকা , ব্যানার, ফেস্টুন ও দাড়িপাল্লা প্রতীকের পতাকা নিয়ে মিছিল নিয়ে সমবেত হন। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উক্ত গণমিছিল জেলা ও উপজেলা নেতৃবৃন্দুর নেতৃত্ব দিয়ে গণমিছিলটি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর বাজারস্থ এম এম প্লাজার মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, বিগত ১৬ বছর আমরা হামলা-মামলার মধ্য দিয়ে গেছি।১লা আগষ্ট ২০২৪ জামায়াত ও ছাত্রশিবির কে নিসিদ্ধ করে আওয়ামী লীগ সরকার । আল্লাহর রহমতে ৫ তারিখে এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আওয়ামী লীগ সরকার চিরতরেই নিষিদ্ধ হলো।

তিনি আরো বলেন এখন আমাদের এ দেশে ইসলামের রাজ কায়েম করতে পারবো। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর ও জেলা জামাতের অন্যতম সদস্য মাওলানা আব্দুল মজীদ, সাবেক উপজেলা আমীর জেলা জামাতের অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল জলিল ও শ্যামনগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ, নায়েবে আমির মাওলানা গোলাম বারি শ্যামনগর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, ও নায়েবে আমির প্রভাষক ফজলুল হক প্রমুখ।

সমাবেশে উপজেলা কর্মপরিষদের সকল নেতৃবৃন্দ ও ইউনিয়ন আমির ও সেক্রেটারি সহ হাজার হাজার জামায়াতের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট