জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বি,সি,ডি,এস) শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে এপ্রিল) সকাল ১০টায় শ্যামনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোপালপুর সুন্দরবন পিকনিক কর্ণারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বি,সি,ডি,এস সাতক্ষীরা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব দ্বীন আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ঔষধ পরিদর্শক এম.ডি বাসারাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এবং শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির।
সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সভাপতিত্ব করেন বি,সি,ডি,এস শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাঃ মোঃ আব্দুল হালিম ও জেলা সদস্য সাংবাদিক আলহাজ্ব আবু কাওছার। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ফারিয়ার সকল সদস্যবৃন্দ।#