নিজস্ব প্রতিবেদক-
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর সোনামসজিদ কলেজ এলাকাতে বিজিবির অভিযানে ফেন্সিডিল,ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে ।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয় শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় বিশেষ অভিযানে প্রাইভেট কারসহ ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয় ।
আটককৃত কারবারীরা হলেন, (১)মোঃ মানিক মিয়া (৩৯), পিতা-শুকুর আলী, গ্রাম-চরতারা নগর, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী (২) মোঃ ইউসুফ আলী (৩৫), পিতা-মোঃ রজত আলী, গ্রাম-চড়ক্ষিদিরপুর পশ্চিম পাড়া, পোষ্ট-কাজলা, থানা-কাটাখালী এবং (৩) মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আঃ সালাম, গ্রাম-বড়বনগ্রাম রায়পাড়া, পোষ্ট-ছোপড়া, থানা-শাহমুখদুম, সর্বজেলা- রাজশাহী ।
নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, অদ্য ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০১০০- ০৫’০০ টার মধ্যে সোনামসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর পরিকল্পনা ও দিক নির্দেশনায় সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রী কলেজের পার্শ্বে আম বাগানে কৌশলগত অবস্থান নেয়। একপর্যায়ে চোরাকারবারীরা একটি প্রাইভেট কারযোগে কানসাট হতে সোনামসজিদ যাওয়ার পথে আনুমানিক ০২০০ টায় শাহবাজপুর ডিগ্রী কলেজের সামনে মাদক নেওয়ার উদ্দেশ্যে থামলে টহলদল ৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৮০ পিস ইয়াবা, ০৩টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি প্রাইভেট কারসহ (TOYATA SX CARINA) ৩ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদ কালে তারা জানান, এর আগেও প্রাইভেট কার যোগে মাদক পাচার করে। আটককৃত চোরাকারবারীদেরকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।#