# শিবগঞ্জ প্রতিনিধি…………….
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী আবারো স্থগিত করা হয়েছে। গত ১২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত ১৭.০৪.৭০৮৮.০০০.৪১.০১.২২-৯৭ স্মারকের গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২ মে নির্বাচন কমিশনের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১২.২২-৩০৪ নম্বর স্মারকে নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি পত্রের নির্দেশের আলোকে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন তফসিল হতে বাদ দেওয়া হলো। তবে নির্দিষ্ট করে কোন বিষয় উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর এই ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ভোটগ্রহনের আগে নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৩৯.২১-৩৭১ নম্বর স্মারকের নির্বাচন পরিচালনা কমিটির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি আদেশের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন পরিচালনা-২ এর উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে দুলর্ভপুরসহ দেশের ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।#
এডিট:আরজা