শিবগঞ্জ প্রতিনিধি…………………………………….
উপজেলা প্রশাসন, শিবগঞ্জ এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা’র সহযোগিতায় “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ” ০২ দিন ব্যাপী (২৪-২৫ জানুয়ারি) ৪৫তম বিজ্ঞান মেলা’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।
শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য অফিসারগণ ও বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। এর পূর্বে মেলায় প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।#