
আব্দুল বাতেন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় শিবগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। পথসভায় বক্তৃতাকালে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন,“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফেরাতে যুবদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।