আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিবগঞ্জ উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা আজ (সোমবার) কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
শিক্ষক নেতারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, হঠাৎ কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেছে। তবে শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, দাবি আদায় হলে দ্রুতই স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু হবে।#