# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি……………………………………….
চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন, শিবগঞ্জের আয়োজনে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেল জন্মদিন পালন করা হয়েছে।
শিশু-কিশোরদের সামনে শেখ রাসেল-এঁর জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরতে তার জন্মদিনকে “শেখ রাসেল দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারিভাবে ৩য় বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহিদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। এরপরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ শেষে পুণরায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনায় সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এরপরে বিভিন্ন স্কুলে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শ্রেষ্ঠ ল্যাব পুরস্কার ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শিবগঞ্জ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দিনটি পালন করেছে।#