1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন, সংবাদ সম্মেলনে এক পক্ষের চরম ক্ষোভ গোদাগাড়ীতে বাল্যবিবাহের চেষ্টায় অভিভাবকদের জরিমানা ভোলাহাটে তারেক জিয়া পরিষদ, পাঠাগার গোহালবাড়ী শুভ উদ্বোধন ও ৩১ দফা দাবীর লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী ভাঙ্গনে, দিশেহারা শতাধিক পরিবার রানীশংকৈলে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে  কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন । চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ  রাজশাহীতে অনুমোদনহীন বিস্কুট পাউরুটি ও কেক তৈরিতে জরিমানা তানোরে ২ লাখ ৫০ হাজার টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস রাজশাহীতে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল আসামি গ্রেপ্তার অপরাধঃ তাহেরপুরে গৃহবুধকে হত্যার অভিযাগ স্বামীর বিরুদ্ধে

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আ.লীগ সরকারের মূখ্য উদ্দেশ্য : রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বাগমারার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এমপি এনামুল হক।.ছবি: ফরিাসী

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………….

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর মূলভিত্তি। প্রাথমিক পর্যায়ের উন্নয়ন হলে উচ্চতর পর্যায়ের শিক্ষা ক্ষেত্রে সহজ হয়। শনিবার সকাল ১০ টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথি আরো বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয় প্রতিটি স্তরে সমান তালে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব। দেশের প্রতিটি উন্নয়ন আওয়ামী লীগ সরকারের হাত ধরেই সংগঠিত হয়েছে। দেশের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ার এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহবুবুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, শিক্ষক মামুনুর রশিদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, বামনকয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ। প্রায় ৯৭ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের একতলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট