নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জঃ আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের অন্তর্গত ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” হ্যান্ডবিল বিতরণ করা হয়।
উক্ত উঠান বৈঠক শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব, ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এবং সদস্যবৃন্দসহ সকলের উপস্থিতিতে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের উৎসাহিত করতে আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবাজপুর ইউপি বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল করিম মহাজন। উঠান বৈঠক শেষে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” হ্যান্ডবিল জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।#