# লালপুর, নাটোর প্রতিনিধি………………………………………………
নাটোরের লালপুরে ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১লা নভেম্বর- ২০২৩) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এ সময় সহকারী কমিশনার(ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর (ডিপিসি) জামিল চৌধুরী,লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,দিবসটি উপলক্ষে যুব র্যালি ও ১৪ জনকে ১১ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ বিতরণ,৩০ জনকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।#