1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত রাজশাহীতে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে জাল নোটসহ এক ব্যক্তি আটক রংপুরে নকল বিড়ি ব্যান্ডরোল উদ্ধার মামলায় স্বামী-স্ত্রীর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড র‌্যাব-৫ এর চাঞ্চল্যকর সাফল্য পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  রাজশাহী মহাসড়ক অবরোধ: ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন: মোবাইল কোর্টের অভিযান, প্রতিষ্ঠান বন্ধ ধোবাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাগমারার তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখন মরন ফাঁদে পরিণত

র‌্যাব-৫ এর চাঞ্চল্যকর সাফল্য পুঠিয়ায় ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশকে ঘিরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফিরোজ (২৫)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের সহযোগিতায় বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার ফিরোজ রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। হত্যার ঘটনাটি গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে গৃহিণী ওই বৃদ্ধা ছাগল আনতে উজালপুর বিলে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় খোঁজাখুঁজি করতে গিয়ে তার ছেলে দেখেন, দুটি ছাগল বাঁধা আছে এবং কয়েকজন লোক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ইদ্রিসের ভুট্টা ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। মুখ ও গলা ওড়না দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হয়, বিকেল থেকে রাতের মধ্যে অজ্ঞাত কারণে তাকে হত্যা করা হয়।

র‌্যাব-৫ এর তদন্ত মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি দেশব্যাপী আলোচনায় আসে। নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে ঢাকার সাভার থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতার ফিরোজকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট