মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশকে ঘিরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফিরোজ (২৫)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাব-৫ এর একটি আভিযানিক দল র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের সহযোগিতায় বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতার ফিরোজ রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। হত্যার ঘটনাটি গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে গৃহিণী ওই বৃদ্ধা ছাগল আনতে উজালপুর বিলে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় খোঁজাখুঁজি করতে গিয়ে তার ছেলে দেখেন, দুটি ছাগল বাঁধা আছে এবং কয়েকজন লোক ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ইদ্রিসের ভুট্টা ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। মুখ ও গলা ওড়না দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হয়, বিকেল থেকে রাতের মধ্যে অজ্ঞাত কারণে তাকে হত্যা করা হয়।
র্যাব-৫ এর তদন্ত মর্মান্তিক এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি দেশব্যাপী আলোচনায় আসে। নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে ঢাকার সাভার থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতার ফিরোজকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর