শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা জেলায় রূপসী রূপসা উপজেলার বুকে আছে স্বপ্ন ঘেরা আকাশের বুকে যেমন আছে তারা, স্বপ্ন পূরন যদি করতে হয় সেতো আর কিছু নয়, সে যে বর্ণমালা শিক্ষালয়” এই স্লোগান কে সামনে রেখে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শহিদ মিনার রোডস্থ বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়, বর্ণমালা শিক্ষালয় ও বর্ণমালা তাহফিজুল কোরআন শিক্ষালয়ের আয়োজনে। ২০ অক্টোবর রবিবার সকাল ১০টায় ২য় সেমিস্টার পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মুহাম্মদ ইসমাঈল। উক্ত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হয়ে পর্যায় ক্রমে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। ঐ প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল্লাহ আত তাহসিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন, জনাব হাসানুজ্জামান, বিশেষ অতিথি বক্তৃতা করেন, মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ফুয়াদ, দৈনিক প্রথম শিরোনাম এর প্রতিষ্ঠাতা সম্পাদক নুসাইব বিন শহিদুল ফরাজি।
এ ছাড়া এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।#