শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ২১ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুলনা জেলায় রূপসা উপজেলার রহিমনগর এলাকায় দরিদ্র ইয়াছিন শেখ (১৭) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মুগদা হাসপাতালে ভর্তি হয় এবং ২৫ শে জুলাই গুলিবিদ্ধ অবস্থায় সে মারা যান। পিতৃহারা ইয়াসিন মাতার সাথে ঢাকায় একটি দোকানে হোম ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় এলাকাবাসী চাঁদা তুলে ২৬ জুলাই তাকে গ্রামের বাড়ি রহিমনগরে এনে দাফন করেন। হতদরিদ্র এই ইয়াছিন তার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন। বসবাস করার মতো একটু জায়গা ও নেই তার পরিবারের। ১ ডিসেম্বর রবিবার বিকালে রূপসার রহিম নগরের শহীদ ইয়াসিনের ভাড়া বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী সহ এলাকার সুধীজন।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্দোলনে আহত শহীদদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু তিনি আশ্বাস্ত করেছিলেন যে ইয়াসিনের মাতা কে থাকার মত একটি ঘরের ব্যবস্থা করে দিবেন। সেই কারণে শহীদ ইয়াসিনের বাসা পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা।#