
নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসায় জামাতে ইসলামের আয়োজনে পল্টন ট্রাজেডি দিবস পালন উপলক্ষে ২৮ অক্টোবর বিকালে উপজেলা সদরের দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে লগি-বৈঠার তান্ডবকারী আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা করেন জামাতে ইসলামীর খুলনা জেলা শাখার আমির ও খুলনা ৪ আসনের জামাতের মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। ২০০৬ সালে আমরা যখন শান্তিপুর্ন ভাবে ক্ষমতা হস্তান্তর করছিলাম তখন আওয়ামী সন্ত্রাসিরা লগি বৈঠার মাধ্যমে তান্ডব চালিয়ে অসংখ্য মানুষ কে হত্যা করেছিল। এবং পরবর্তিতে তে আমাদের কেন্দ্রিয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছেন। আমরা তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।
উদ্বোধনী বক্তৃতা করেন রূপসা উপজেলা আমির মাওঃ লবিবুল ইসলাম। সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন পরিচালনায় বক্তৃতা করেন, রূপসা উপজেলা নায়েবে আমীর, ডাঃ মো, রেজাউল কবির খান,সহকারী সেক্রেটারী মাওঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারী মো,নাজিম উদ্দিন,ছাত্র শিবিরে পুর্ব রূপসা উপজেলা সভাপতি মো,আল-আমিন,পশ্চিম রূপসা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো, মুশফিকুর রহমান,উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মো,আনোয়ার আলী,উপজেলা সনাতন ধর্মের সভাপতি সদানন্দ বৈরাগী,উপজেলা তারবিয়াত সেক্রেটারী হাফেজ মো, জাহাঙ্গীর ফকির,ছাত্র ও যুব বিভাগের অধ্যাপক্ষ মো, গিয়াস উদ্দিন, উপজেলা উলামা সভাপতি মাওঃ মমতাজুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মো, জসিম উদ্দিন,উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মো,সেলিম রেজা,উপজেলা ইউনিট সদস্য মাওঃ মো, হেদায়েত উল্লাহ, ঘাটভোগ সনাতন ধর্মের সেক্রেটারী বিজয় মজুমদার,আইচগাতী ইউনিয়ন আমীর মাওঃ মো হেকমত আলী শেখ, শ্রীফলতলা ইউনিয়ন আমীর মোল্লা সেলিম আজাদ, টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান, নৈহাটী ইউনিয়ন আমীর মাওঃ মহিউদ্দিন, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মো,নাসিম সরদার, আইচগাতী ইউনিয়ন সেক্রেটারী মো, সিরাজুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন সেক্রেটারী মো, আব্দুল কাদের, নৈহাটী ইউনিয়ন সেক্রেটারী মো, আজিজুল হক ,টিএসবি ইউনিয়ন সেক্রেটারী মাওঃ মো গোলাম রসুল, শুভেচ্ছা বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন সেক্রেটারী মো,আল আমিন প্রমূখ।
সমাবেশ শেষে দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে থানার মোড়, কাজদিয়া বাজার হয়ে নতুনহাট মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।#