
নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় নামক স্থানে আজ ২৭ জানুয়ারি সকালে ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামের শিশু কন্যা নিহত হয়েছে। তার পিতার নাম ইমন সিকদার।
পারিবারিক সুত্রে জানা যায়, মেয়েটি মাদ্রায় যাওয়ার পথে ইজি বাইকের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় ইজি বাইক চালক বাইক রেখে পালিয়ে যায়। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে পেয়ে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হাসপাতাল সুত্রে জানা যায় দুপুর ১২.১৫ মিনিটের সময় এলাকার লোকজন বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক পিকিং সিকদার পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বাচ্চাটি মারা যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । হাসপাতালে চলছে পরিবারের কান্নার রোল। ঘাতক ইজি বাইকটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়েছে। এছাড়া লাশটি হাসপাতাল থেকে রূপসা থানা নেওয়া হয়েছে।#