# নাহিদ জামানঃ রূপসায় ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলুর স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২৭ জুলাই বিকালে ডোবা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করে স্বাগতিক ডোবা নবারুন সংঘ একাদশ বনাম তেরখাদা ফুটবল একাদশ।
ফাইনাল খেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন প্রয়াত অরবিন্দ মন্ডল বুলু ছিলেন বিএনপির জন্য একটি নিবেদিত প্রাণ। তিনি তার জীবনদশায় সৎ,পরোপকারী এবং নির্লোভী ব্যক্তি ছিলেন। তিনি আরও বলেন যুবকদের মাদকের করাল গ্রাস থেকে মুক্তির জন্য খেলাধূলার বিকল্প নেই। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ফুটবল মাঠ গুলিকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হবে। তখন যুবকরা মাদকের পিছনে না ছুটে ক্রীড়ামোদি হয়ে উঠবে।
খেলায় দর্শক ছিলো চোখে পড়ার মতো। মাঠে তিল পরিমান ছিলো না জায়গা। দর্শকের চাহিদা ছিলো খেলার ভেতরে গোলের কিন্তু প্রতিদন্দি শক্ত হলে গোলের দেখা পাওয়া অসম্ভব। খেলায় দুই দলই ছিলো শক্ত অবস্থানে। খেলার ভেতরে কেউ কাউকে চাড় দিতে নারাজ। খেলার পুরাটা সময় জুড়েই ছিলো আক্রমন পাল্টা আক্রমন। প্রতিযোগিতাপূর্ন খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় শেষ পযন্ত খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা মিমাংশার প্রয়োজনে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ডোবা নবারুন সংঘের গোলকিপার হৃদয়ের অসাধারণ নৈপুণ্যে তেরখাদা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে স্বাগতিক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন মুরসালিন এবং ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলকিপার নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার হৃদয়।
খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সুমন রাজু, সাইফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মল্লিক। খেলার উদ্বোধন করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, তেরোখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রূপসা পল্লী বিদুৎ এর এজিএম এম এ হালিম খান, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ মালেক, সাবেক সদস্য সচিব মিকাঈল বিশ্বাস।
ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর কুমার দাস এবং বিএনপি নেতা শ,ম হাসিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, খুলনা জেলা তাঁতিদল সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হূমায়ূন কবীর, রয়েল আজম, সাবেক জেলা বিএনপি সদস্য আরিফ মোল্যা, বিএনপি চৌধুরী ফকরুল ইসলাম, সরদার আ: মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা,শরিফ নাঈমুল হক, মোল্যা বিল্লাল হোসেন,সোহাগ মুন্সী, বিএনপি নেতা মহিউদ্দীন মিন্টু, দিদারুল ইসলাম, আবু সাঈদ শেখ, সৈয়দ মাহমুদ আলী, তাফসিরুজ্জামান, মোঃ বাদশা গাজী, মুন্না সরদার, আবু সাঈদ, বনি আমিন সোহাগ, মাসুদ খান, খান আলিম হাসান, জহিরুল হক শারাদ,শাহ জামান প্রিন্স, এসএম আবু সাঈদ,খায়রুল আলম খোকন,রনি লস্কর, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল, বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস,টিটো জমাদ্দার, সমাজসেবক শাহাজাদা আলমগীর, শান্তিরাম মল্লিক, পূর্নেন্দু মন্ডল, শান্তিরাম মন্ডল, আলামিন, অভিরাম ব্যাপারী, মনির, আসসালম লস্কর, আলামিন, বিএনপি নেতা গৌর বিশ্বাস, প্রান গোপাল বিশ্বাস, সোহেল, পাপ্পু, মুস্তাহিন, হামিম, সোহেল, পাপ্পু,অরুন মহলী, গোবিন্দ বিশ্বাস, দাউদ শেখ, নরেশ দাস, লিটন মল্লিক, বিধান দাস, দিপংকর বিশ্বাস, পাপলু ফকির, মোস্তাইন শেখ, নির্মলেন্দু মন্ডল প্রমূখ।#