# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট খেলা ৬ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে উপস্থিত সকলে দাড়িয়ে সদ্য প্রায়ত সাবেক ফুটবল খেলোয়াড়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলায় অংশগ্রহণ করে গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টার ও খুলনা নর্থ ফুটবল একাদশ।
তুমুল উত্তেজনাপুর্ন খেলার প্রথমার্ধে গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টার মুহুর মহুর আক্রমন চালালেও খুলনা নর্থ ফুটবল একাদশ প্রতিটি আক্রমন শক্ত ভাবে প্রতিহত করায় তারা গোল করতে ব্যার্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধে গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টারের ৩০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সাল গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খুলনা নর্থ ফুটবল একাদশ গোল পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগলেও খেলার বাকি সময় তাদের পক্ষে আর গোল করা সম্ভব না হওয়ায় গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টার ১-০ গোলে জয়লাভ করে কোয়াটার ফাইনালে ওঠার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর, সাইফুল ইসলাম। খেলায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তাপস ব্যানার্জীর স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেবা। খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, সমাজসেবক ও ব্যবসায়ী তাপস ব্যানার্জী, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, এইচএম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক আলম শেখ, রউফুল হক মুকুল,সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, মাসুদুর রহমান, শাহাজাদা আলমগীর, এসএম মনিরুজ্জামান, আয়ূব খান, ইসলাম সরদার, বেল্লাল হোসেন, ইসরাইল বাবু, সুজন শেখ প্রমূখ।#