
নাহিদ জামান, নিজেস্ব প্রতিবেদক রূপসাঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল খেলা ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে এলাকার কৃতী সন্তান সদ্য প্রায়ত ব্যারিস্টার রিপন এর আত্মার মাগফেরাত কামনায় দুই দলের খেলোয়ারবৃন্দ,রেফারিদ্বয়, টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ ও সকল দর্শক দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করেন। খেলায় স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর (চাইনিজ)। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল টিম অনুর্ধ- ১৭ এর কোচ মোঃ ইমরুল হাসান।
খেলা উদ্বোধন শেষে অতিথীরা খেলোয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষে খেলা শুরু হয়। খেলায় অংশগ্রহণ করে আইচগাতী ফুটবল একাডেমি এবং বাগেরহাট ফ্রেন্ডস একাডেমি। খেলায় বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি ২-০ গোলে আইচগাতী ফুটবল একাডেমি কে হারিয়ে সেমিফাইনালে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন মেহেদী ও লিয়ন। খেলা পরিচালনা করেন রেফারি মিরাজ সরদার,সাইফুল ইসলাম, বিপ্লব সরদার। ক্রীড়া সংগঠক রাকিবুজ্জামান রাসেলের স্পন্সরে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মাসুদ।
খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুুদ হোসেন,টুর্নামেন্ট কমিটির আহবায়ক সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম আঃ মালেক,সৈয়দ নিয়ামত আলী, সমাজসেবক আলম শেখ, প্রভাষক বাশির আহম্মেদ লালু, ক্রীড়া সংগঠক আঃ রহমান, বিপ্লব ঘোষ, মনির হাসান, সাজ্জাদ হোসেন, আবুল কালাম, ফ,ম মনিরুল ইসলাম, আলী আকবর, ডাবলু সরদার, মিজানুর রহমান, জামাল শেখ, শাহাজাদা আলমগীর, শাহিনুর, রাকিবুজ্জামান রাসেল, তুহিন সালমান, মোঃ সাকিব, ডাঃ মামুন, আবুল কাশেম, লিমন মাহামুদ, ফেরদাউস সরদার, জহির খান, হানিফ বিশ্বাস, তাহাসিন প্রমূখ।#