1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ, মূলহোতা মাসুম গ্রেফতার তানোরে খাদ্য গুদামের বস্তায় চাল কম জানতে চাওয়ায় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত রাসিকের দৈনিক মজুরি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ভবনের সামনে অবস্থান ও  বিক্ষোভ ইউএনও কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫: ২-০ গোলে জয়লাভ, ফাইনালে মনিগ্রাম রামপালে কৃষি ব্যাংকের কৃষি ঋণ প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ ঈশ্বরদীতে দু’দিনব্যাপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনায় সিভিল সার্ভিসে নতুন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের  উদ্বোধন

রাসিকের দৈনিক মজুরি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ভবনের সামনে অবস্থান ও  বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমিনুল ইসলাম বনি : রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্লবার ও বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না; বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন। বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।

তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানান।

তারা বলেন, “বর্তমান বেতনে সংসার চলে না, সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না।” বিক্ষোভে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন। দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। শ্রমিকদের দাবিসমূহ , সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করতে হবে। রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান করতে হবে। প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান করতে হবে। বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে; একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না। অবসর গ্রহণের সময় বিদায় সম্মান প্রদান করতে হবে। নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে।

গত ২ দিনের শ্রমিক আন্দোলনে রাসিকের দাপ্তরিক কাজকর্ম প্রায় অচল হয়ে পড়ে। মঙ্গলবার শ্রমিকরা রাসিক ভবন ঘেরাও করলে দায়িত্বশীল কর্মকর্তা আগে ভাগে অফিস থেকে সটকে পড়ে। এসময় আফিসের কর্মচারিদের অবরুদ্ধ করে রাখে সন্ধ্যা পর্যন্ত। একইভাবে আজও শ্রমিকরা আন্দোলনের অংশ হিসেবে অনুরূপ বা আরো বড় ধরণের কর্মসূচি পালন করে। তবুও তারা সমাধানে কোন রকমের আশ্বাস পায়নি। ফলে তারা আগামিকাল  তাদের আন্দোলন কর্মসূচি আরো তীব্র থেকে তীব্রতর করার অঙ্গীকার ঘোষণা করেছে। দাবি পূরণ না হওয়া পর্য ন্ত শ্রমিকরা রাজশাহী শহর পরিস্কার কার্যক্রম পুরোপুর বন্ধ রাখবে বলে তারা জানিয়েছে। তাই যদি হয় তবে কাল থেকে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে ঝামেলা পোহাতে হবে। ্এ বিপুল সংখ্যক শ্রমিকের স্বার্থ পূরণে রাজশাহী সিটি কর্পোরেশন ব্যর্থ  হলে নগরবাসিকে আরো দুর্ভোগ পোহাতে হবে । আর এ জন্য দায়ি রাজশাহী সিটি কর্পো রেশন কর্তৃপক্ষ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট